রাতের অন্ধকারে নষ্ট প্রহর এসে
অচেতন কষ্টকে নাড়া দিয়ে যায়;
অপয়া স্মৃতি এসে ফেরারী মনটাকে
অশুভ বার্তা গুলো কেন দিয়ে যায়!


পলাতক প্রহরী কেন যে আবার এসে
হৃদয়ের চারপাশে ভিড় করে হায়!
ক্ষতগুলো সংশয়ে নীরবে স্মরণ করে;
হারানো স্বপ্ন কি আর ফেরানো যায়?


জমাট রক্তকণা তুলবে না আর ফণা
প্রেমের প্রহসনে আঁচর কাটে যন্ত্রণা!
বালুচরে খাঁ খাঁ করে ভ্রষ্ট মরীচিকা
চারিদিকে কোথাও নেই একটু সান্ত্বনা!


পথের পাঁচালী এসে ইশারা করে ক্ষণে;
বিরহের শত জ্বালা উস্কানী দিয়ে যায়!
ফাগুনী আগুন হাসে, শোকার্ত হৃদাকাশে
তখনই ভাবি আমি, কতটা যে অসহায়!