শখের ফসল এখন বিচারের কাঠগড়ায়!
অথচ নির্বাচক কতটা অবিবেচক, নির্দয়!
জনতার মামা হয়েও কেন যে ওরা চায়
সবাই যেন তেল মাখে ওদের সারা গায়!


অর্থের প্রাচুর্য দেখিয়ে মাথা কিনে নেয়!
এতো সবকিছু দেখার পরও প্রমাণ চায়!
অথচ ধেয়ে আসছে দুর্ভিক্ষ আর বিপর্যয়
তুষ্ট করার এতো তেল পাবো কোথায়!


তার চেয়ে আড়ালে থাকা অনেক ভালো-
তেলটুকু থাক! অসময়ে জ্বালাবো আলো;
ওদের খায়েশ মেটাতে আমার কি দায়!
তোমার বাজনা তুমি বাজাও রঙ্গসভায়।


লোককে বোকা ভেবে তৃপ্তির ঢেকুর তোলো!
তোমার কাছেই থাক তোমার অছুলা মুলো;
আমিত্মের অহমে স্বপ্ন ভিড় করে দিনে-রাতে
মধুচন্দ্রিমা শেষে বলাকা ডানা মেলে প্রভাতে!