যোগ বিয়োগের হিসেব আমার
মন্থর হয়ে এলো,
বন্ধু বিহনে সন্ধ্যা আমার
বন্ধ্যাই হয়ে গেল!


আমি জীবন ভরে সুখের লাগি
স্বপ্নই দেখে গেছি,
খরস্রোতা নদীর ঢেউয়ে
সব কিছু হারিয়েছি!


অবাধ্য শৈশব, দুরন্ত কৈশোর
ডেকে ডেকে বলে,
ফিরে এসো সব ফেলে
আমাদের দলে।


বাঙময় ইচ্ছেরা বৈকালী অবসাদে
ফিকে হয়ে আসে!
বিষন্ন অবকাশে ঘুমের নীরব রাজ্য
দুই চোখে ভাসে।