বিশ্ব এখন একটা মহাযুদ্ধের অপেক্ষায়!
বিপন্ন মানবতা আরণ্যকের জিঘাংসায়!
জনারণ্যে বেড়ে গেছে ঘরে ঘরে লোভ!
শত্রুতার আতিশয্যে জমে গেছে ক্ষোভ!

অহেতুক পড়ে আছে পারমানবিক বোম;
অকেজোর ভয়ে ভগ্নহৃদয় মানুষের যম!
ফাটে যদি দেশে দেশে, কি হবে উপায়!
তখন কিন্তু কেউ আর নিবেনা তার দায়!

কোথায় থাকবে অহম, দেখবে না কেউ;
জমিনে আসবে তেড়ে শুধু মরণের ঢেউ!
চিনবে না কেউ তোমায় আগেকার মত-
বাড়তে থাকবে নিরন্তর দাম্ভিকের ক্ষত!

উপেক্ষার প্রহরগুলো অগ্নিবৎ করবে দহন!
তখনো কি অট্টহাসি হেসে কাঁদাবে ভুবন?
মরবে বহু মানুষ! তখনো উড়াবে ফানুস?
পরিশুদ্ধির চেষ্টা করো, রুখতে রুদ্র রোষ।