রুখে দিতে পারলি না ভোলা ভজঘট করে
দেখ্ তোর মাথার উপর, কার ধ্বজা উড়ে!
আবারও লাগবে মড়ক তোদের বর্ণিল ঘরে
কেঁপে কেঁপে উঠবি তখন আবার সে জ্বরে!


হাঁটি হাঁটি পা পা করে এসেছিলো মরূভূমে
জানি তোদের কষ্ট হয় দেখে অগনিত চুমে!
মদে আসক্ত হয়ে, পড়ে থাক বেতাল ঘুমে,
দেখবি তখনই, শিয়রে দাঁড়িয়ে আছে যমে!


কি করবি সোনা-দানা, দমটা ফুরিয়ে গেলে
চলে যেতে হবে রে তোকে সব কিছু ফেলে!
তবুও সত্য দেয় না দোলা তোর শক্ত দিলে,
পস্তাতে হবে তোকে যখন মাটি খাবে গিলে।


তার চেয়ে সেই ভালো হৃদয়ে জ্বালা আলো;
মুছে যাবে সেইদিন পুঞ্জিভূত আঁধারী কালো,
প্রশান্তি ছুঁয়ে যাবে তৃষিত হৃদয়, সেই ভালো,
ক্ষণের অপচয় মোটে নয়, বেলা বয়ে গেলো!