সময় বয়ে যায় খরস্রোতা নদীর মত-
প্রবাহিত হয় জীবনের সাথে অবলীলায়;
বৈশাখে আসে প্রচন্ড ঝড়ো হাওয়ায়
ভেঙ্গে দিতে সকল আয়োজন রুদ্রতায়!


শ্রাবণের ধারা হয়ে ধুয়ে নিয়ে যায়
বিরহের কাতরতা, সুখের সম্ভাবনায়।
পৌষের আড়ষ্টতায় লুকায় কুয়াশায়,
মাঘের শীতের চোটে কাঁথা মুড়ি দেয়!


যৌবনের উন্মাদনা হয়ে আসে বসন্তে,
আসে স্নিগ্ধ জোছনা হয়ে পূর্ণিমা রাতে;
নিসর্গের ডানায় চেপে হাসে মুগ্ধতায়!
আসে স্বপ্নময় হয়ে মানুষের কল্পনায়।


কখনও যন্ত্রণা হয়ে ক্ষুরধার বেদনায়!
কত ভাবে সময় আসে এই ধরায়!