বিন্দু থেকেও যদি সিন্ধুর সৃষ্টি হয়
জোয়ার আসবে হৃদয়ের আঙিনায়,
স্বপ্ন থেকে জন্ম নেবে মুক্তির সাধ
বাধার প্রাচীর টুটবে নতুন আশায়।


নবসৃষ্টির প্রসববেদনা প্রকাশ পেলে
অদম্য শক্তির উন্মেষ হবে জমিনে,
মজলুমের অভিশাপে বজ্র চমকাবে;
বিস্তৃত হবে দাবানল প্রতি জনপদে।


মৃত্যুর অনু শংকা ছড়াবে সর্বপ্রহর!
কার কাছে কি এমন কুহক আছে?
যা দিয়ে প্রতিরোধ করবে মৃত্যুভয়?
সুসময়ে শুদ্ধ না হলে ভুগবে পাছে!


অন্যকে অবুঝ ভাবলে ধোঁকা খাবে
কারণ, অস্মিতা সৃষ্টিকে সন্তপ্ত করে,
পরিশেষে বিক্ষুব্ধ প্রজন্মকে অগ্নিগর্ভ
হতে বাধ্য করে হন্তা বানাবে তারে!