মানুষের হৃদয়ে জ্বলছে কষ্টের আগুন!
যে আগুন পুড়ায় জীবনের সব আয়োজন!
অনুক্রমে, হতাশার যন্ত্রণার কারণে কেউ যখন
নিজের অস্তিত্ব নিয়েই সংশয় প্রকাশ করে;
তখন কি করে সে অনুভব করবে-
পৃথিবীর সুখও দৃশ্যমান হতে পারে!
আসলে সুখ তো একটা আপেক্ষিক বিষয়,
যে কারণে কখনো কখনো কিছু বিসর্জনও দিতে হয়!
তবে, নিরীক্ষণের গভীর থেকে সত্যের
অনির্বাণ শিখা তুলে আনলে হয়তো কোন একদিন
জ্বালিয়ে ছারখার করে দিবে মিথ্যার চাকচিক্যময় যন্ত্রণা!
যদিও দৃশ্যমান নয়, তবে দৃশ্যমান হবে যন্ত্রণার অবসানে।
তখন, ক্রমান্বয়ে পুঞ্জিভূত হতে থাকে মানুষের ক্রোধ!
অবশেষে একদিন, সমস্বরে প্রকাশ করে ঘিণ্।


তবে, সময় আর বেশি বাকি নেই;
আলোর ঠিকানা পেলে সবাই খুঁজে পাবে অদম্য চেতনা।