নিসর্গ-প্রকৃতি, অর্থ-সম্পদ আর প্রিয়জন-
সবই তো মাত্র পার্থিব সুখেরই উপকরণ;
মানব জাতির তরে অবনীটা পরীক্ষাগার!
অথচ, পৃথিবী এখন এমন এক বিষাক্ত গর্ভ,
যেখানে জন্ম নেয় মানবতার ভয়ানক শত্রু!
এখানে মানবরূপে শ্বাপদ ঘুরে শয়তানের ছায়ায়!
লাগামহীন উচ্চাকাঙ্খা লালন করে বিকৃত মনে!
অশ্লীলতার বীজ বুনে বুনে বিস্তৃত করে নির্লজ্জতার!

মানুষ কত সহজে গিরগিটির মত রং বদলায়!
ভ্রষ্ট পাপাত্মার কাছে সমর্পিত আত্মা ছন্দ হারায়!
দুনিয়ার পুজা করলেও আত্মা অতৃপ্তই থেকে যায়!
যতই করো ঘৃণা, বিশ্বাসীর হৃদয়ে জমা থাকে দ্বীন,
যতই আঘাত হানো, সত্য হবে না কখনো ক্ষীণ;
মনে রেখো, আল্লাহ্’র দ্বীন কখনো হয় না বিলীন।