উত্তাল সমুদ্রের সফেন জলতরঙ্গ যখন
আছড়ে পড়ে, সুবিন্যস্ত সাগর সৈকতে;
কি এক শিহরণ জাগে, হৃদয়ের মাঝে!
রূপসী সমুদ্রের আবেগী-উষ্ণ আহবানে
মন ছুটে যায়, গোধূলি বেলায় উল্লাসে।
প্রশান্তমন সিনান করে স্বপ্নিল উৎসবে!
নগ্ন পায়ের পাতা ভেজায় অতৃপ্ত পথিক
এক সুশোভন অভিলাষে সকাল-সাঁঝে!


হাজারো মানুষের ভিড়ে মোহিনী চাহনি
দেখে অস্তাচলগামী অংশুমালীর বিদায়!
অথবা প্রাতে দেখে লোভন অরুণোদয়।
জন্ম যেন সার্থক হয়ে যায় মরার আগে।
উদ্দীপিত হয়, প্রেম-ভালোবাসা অন্তরে;
হৃদয় হারিয়ে যায় তাই সাগরের জলে।