সোনার দেশে জন্ম আমার
দেশকে ভালবাসি,
দেশের মানুষ হাসলে ফুটে
আমার মুখে হাসি।


ঝির ঝিরিয়ে বাতাস এলে
সোনার ফসল দোলে,
দেশটা আমার মায়ের মত
ঘুমাই আঁচল তলে।


শিশির ভেজা সবুজ ঘাসে,
পাখির কলতানে,
স্বপ্নে ঘেরা দেশটা আমার
ছন্দ তোলে প্রাণে।


ফাগুন এলে কোকিল ডাকে
উঁচু গাছের ডালে,
শোভা বাড়ায় কদম ফুলে
আষাঢ় শ্রাবণ কালে।


হাজার নদীর মায়ার দেশে
জোছনা মাখা রাতে,
রূপকথারই গল্প গাথায়
সবুজ হৃদয় মাতে।