আমার দেশে সোনার ছেলে
আসবে কবে বল! (২)


দেখতে লাগে নাদুসনুদুস
নষ্ট বীজের ফল!
চোর-ছ্যাচরে ভরে গেছে
কুলাঙ্গারের দল! ঐ


যে দেখে সে বলে তোরা
দুঃখ দেবার খল!
সেইজনা কই মুছবে যারা
মায়ের আঁখিজল। ঐ


টাউট-বাটপার দিয়ে ভরা
মনের মাঝে ছল!
পচা-গান্ধা, রাবিশ-খবিশ
জীব-জন্তুর মল! ঐ


আমার দেশে সোনার ছেলে
আসবে কবে বল। (২)