ঘুমন্ত সুধী সমাজ চোখ মেলে দেখো না আজ!
অদৃশ্য দাবানলে কি ভাবে জ্বলছে পুরা সমাজ!
ওরা নাকি শির-তাজ, মেধা কি করে না কাজ?
কষ্টে হৃদ জ্বলে! বলাটা দুরূহ, মুখে বড় লাজ,
বিভেদে বিবাদ বাড়ছে, ঘরে ঘরে চলছে সাজ!
করছে না পরোয়া কারো! বেপরোয়া মহারাজ!
ওরা কি ব্যর্থ নয় তবে, যারা পায় না আন্দাজ!


চুরি করে ভরে ভুঁড়ি হয়েছো তো নাদুস-নুদুস!
একহাতে কলম ভাঁজিয়ে অন্য হাতে খাও ঘুষ!
জাতির বিবেকবান যত, বসে বসে আঙ্গুল চুষ!
যাদের দায়িত্ব দেখার তারা শুধু উড়ায় ফানুস!
পাপের জগতে ঢুকে সব, হারিয়ে ফেলেছ হুঁশ!
আহারে সোনার দেশ! কোথায় সোনার মানুষ?