অবনী কি এখন শুধু পাপিষ্ঠদেরই অভয়ারণ্য?
ভাবনারা নীরবে লুকিয়ে থাকে বেদনার নীড়ে!
যদিও জীবন থাকে আশাবাদের সীমানা জুড়ে!
তবে হয়তো কোন একদিন হবো মুক্ত, যেদিন-
উত্যক্ত হৃদের অভিশাপে ঝলসে যাবে দানব!


স্মৃতির পাথর জাপটে ধরে নিজকে খুঁজে ফিরি
ফেলে আসা জীবনের প্রতি বাঁকে বাঁকে সতত;
যদিবা পাই, একটুখানি স্বস্তি আর নির্মল শান্তি।
পবিত্র মসীর অভিঘাতে, অসি হউক চূর্ণ-বিচূর্ণ!
ভারসাম্য ফিরে আসুক অভিশপ্ত মানব সমাজে।


জীবনের গতিপথ চলে সর্পিল ভঙ্গিতে জনপদে,
আপনস্বার্থে কেড়ে নেয় মানুষের সব অধিকার!
বর্তমান সভ্যতার মোড়লবিশেষ ব্যতিক্রম নয়!
জীবন যখন দুঃখময়! স্মৃতিচারণে কাটে সময়!
সেটাই তখন সান্ত্বনা তাই, অতীতে ফিরে যায়!