বিজয়ী হও জয় করে ভয়-ডর;
মনে রেখো প্রতিপক্ষ ভয়ংকর!
নেইতো পথ আর ছাড়া টক্কর!
মানবের সাজানো বহুরূপ তন্ত্র-
চারিদিকে দেখছি, শুধু ষড়যন্ত্র!
পাচ্ছি অহমের-অমানবিক গন্ধ!


পাষাণ হারিয়েছে মনুষ্যত্ববোধ  
তাই করে লুন্ঠণ বাড়ে বিরোধ!
ব্যথার পরিসর বাড়ে দিনরাতে,
উঠে না নব সূর্য শান্ত প্রভাতে!
ধৈর্য হারিয়ে তাই চাই উপশম;
প্রার্থনা করি প্রভু, আমি অধম।


যতই মুক্তি চাই, বধে মানবতা,
কষ্ট লঘু কর, হে প্রিয় বিধাতা।