খাপছাড়া স্বপ্ন এসে ভীড় করে হৃদয় মাঝে
নিদ্রা মাঝে রংধনু সাজে কত বিচিত্র সাজে;
স্বপ্ন বড় স্বেচ্ছাচারী! নেই তার লাজ-লজ্জা!
জবাবদিহিহীন বলে, বদল করে কত শয্যা!


কখনো পরীর মেলায় মেতে উঠে তামাশায়
কখনো ছন্দহীনের মত ভীতির গল্প ছড়ায়!
সীমানা না মেনে বিচরণ করে সবারই মনে;
রঙের ঝরণা হয়ে ভিজিয়ে দেয় ক্ষণে ক্ষণে।


কখনো বন্ধু সেজে আলাপ করে পাশে বসে
কখনো তাড়িয়ে বেড়ায় সশস্ত্র শত্রুর বেসে!
কখনো ভালবাসে, বেতালা সুরে গান গেয়ে,
নিয়ে যায় অচিনপুর পুষ্পমালা গলায় দিয়ে।


যখনই পশুর মতন ধেয়ে আসে হুমকি হয়ে
মুক্তির আশা ছেড়ে, পালাই জীবনের ভয়ে!
এই বুঝি ধরে কষে অক্টোপাসের মত করে!
ভাগ্যিস ভাঙ্গে ঘুম, নইলে কি করতো ধরে!


হায় স্বপ্ন! তুই বড় ভন্ড, অকারণে দিস দন্ড!
সুযোগ পেলেই হৃদয় ভেঙ্গে করিস খন্ড খন্ড!
খঞ্জর হাতে দাঁড়াস সামনে এসে নীরব ক্ষণে
আমিও ঝাঁপিয়ে পড়ি আত্মরক্ষার মরণ রণে!