নিজের অজান্তে মানুষ গড়ে তোলে
যার যার নিজস্ব কল্পনার মহাবিশ্ব!
যেখানে স্বপ্ন খেলা করে ছন্দ-ছলায়!
নীরবে কবিতা লিখে মনের পাতায়।
গড়ে তোলে নান্দনিক ফুলের বাগান;
যেখানে সুরভী ছড়ায় মাধবী লতায়।
সোহাগ দিয়ে মালা গেঁথে শান্তি পায়,
অতঃপর আনন্দলোকে স্বপ্নে হারায়!


কি এক সুখের নেশায় মাধুর্য বিলায়;
নীরবে-নির্জনে শোভার পালক উড়ায়,  
আনমনে মিত্রকে কাছে টানে ইশারায়!
চিত্তে লালিত সুধা হৃদয়ে পৌঁছে দেয়।
নিশি-দিনে অন্তরে হয় কামনার উদয়;
প্রেমের ছোঁয়া পেতে মনটা উতলা হয়।