রাতের তারারা দিনের আলোয়
লুকাইয়া রাখে মুখ,
সূর্য যখন বিদায় জানায় সাঁঝে,
খুঁজতে বেড়োয় সুখ!


বুকের গভীরে দুঃখ চেপে রেখে
করে যায় অভিনয়!
হৃদয়ের মাঝে রক্তের ক্ষরণ
আর কত প্রাণে সয়!


শিকারীর মত রসনা মিটাতে
চড়ে বসে ডিঙ্গি নায়!
হাজারো রাতের স্বপ্ন কুমারী
ছুটে চলে মোহনায়!


বিনোদ বিহারী রঙের খেলায়
মেনে নেয় পরাজয়!
কোকিলের মত কুহু কুহু ডাকে
স্বরহীন ইশারায়!


দারিদ্রের ভুবনে ক্ষুধার জ্বালায়
প্রেম কত অসহায়!
নিজেকে বিকিয়ে ভাবে পরিণাম
নেই বুঝি কারো দায়!