ক্রমেই দৃশ্যপট থেকে অবিরত হারিয়ে যাচ্ছে
সত্য-সততা আর মানবতার সুস্পষ্ট চেতনা!
যা কিছু শুনেছি-দেখেছি, আর  বুঝেছি-
আজ মনে হয় সবই ছিল ধোঁকা-মরীচিকা!
ভালোবাসার গল্পে পাই নষ্ট পরকীয়ার ঘ্রাণ!
মুক্তির কথায় নতুন শৃঙ্খলের ভয় পাই!
দরদী ভাষণেও নেই শান্তির কোন আভাস!
এখন স্বপ্ন নয়, শুনি শুধু দুর্ভিক্ষের পদধ্বনি!
কারো হুঙ্কার শুনে জনপদকে অরণ্য মনে হয়!
গুম-খুনের আধিক্যে মনে পড়ে বধ্যভূমির কথা!
লুট-তরাজের দৃশ্য দেখে মনে পড়ে বর্গীর কাহিনী!
হারিয়েছি বটবৃক্ষের ছায়া আর জননীর মায়া;
নিরন্তর হারিয়ে ফেলছি সমস্ত নিরাপদ আশ্রয়!
অথচ, স্বপ্ন ছিল আকাশচুম্বি, সবই কি অভিনয়?