জেগে জেগে স্বপ্ন দেখার মজা অনেক বেশি;
ঘুমের ঘোরেও স্বপ্ন ভাসে, ভীষণ ছদ্মবেশী!
কল্পলোকের কত কথাই এসে
মনের মাঝে মিছেমিছি হাসে!
সত্যি-সত্যি যারা আসে, তারাও সর্বনাশী!