স্বপ্ন ভঙ্গের কষ্টরা হৃদয় হ্ন্তার চেয়েও ভয়ঙ্কর!
ওরা কুড়ে কুড়ে খায় ইচ্ছে শক্তির নির্যাস!
সুখের সাথে করে শত্রুতা, দুঃখের সাথে প্রেম!
ওরা নষ্ট দর্শনের সাথে নির্জনে মিলিত হয়,
নর্দমার কীটকে অবজ্ঞা না করে, ভাবে হেম!
ওরা অপশক্তির উপাসক! খেলে সদা ব্লেম-গেম!
ওরা হিংস্রতাকে লালন করে ভাবে, অতি আপন!
ভয়াল মেজাজে হামলে পড়ে, সেকথা নেই গোপন।


বুনো ওলের জন্য চাই বাঘা তেতুল আর সাথে
চাই, ডিম থেরাপির মত কষ্টদায়ক মহৌষধ!
তবেই দূর হবে স্বপ্ন ভঙ্গের অভব্য যত কারণ।
যারা ডেকে আনে আঙ্গিনায় খাদকের দলবল-
তাদেরই করতে হবে বিতাড়িত মশার মত করে
কীটনাশক দিয়ে দিগন্তের ওই পারে কৌশলে।