গত ০৬/০৪/১৯ তারিখে প্রিয় কবি উত্তম চক্রবর্তী’র “ঝিনুক মাঝে মুক্তো খুঁজে” কবিতায় করা আমার মন্তব্যটি আজকের আসরে তাঁকেই উৎসর্গ করলাম।


ঝিনুক মাঝে মুক্তো খোঁজার
আছে কি আর মন,
হৃদয় কোথায় ভালবাসার-
কোথায় আয়োজন!


প্রজাপতির রঙিন ডানায়
স্বপ্নেরই আল্পনা,
ঢেউয়ের দোলা ছুঁয়ে গেল
প্রেমীর কল্পনা!


গভীর জলে জীবন যখন
কুল খুঁজে হয়রান!
ফাগুন এসে ডাকছে কাছে
সুখস্মৃতির আহবান।


নীল আকাশে উড়বো বলে
মেলেছিলাম ডানা,
কোথায় যেন হারিয়ে গেল
প্রিয়ার ঠিকানা!


উজান স্রোতে আর্ত জীবন
সুখ হয়েছে বাসী,
তাইতো ভাবি কেমন করে
বলবো ভালবাসি।