এই আমিতো আর সেই আমি নই!
যার ছিল বৃহৎ-বিস্তীর্ণ খেলার মাঠ,
শ্বাস নেবার, মুক্ত রূপালী আকাশ;
হৃদয় জুড়ে ছিল, ভালোবাসা আর
স্বপ্নও ছিল অঢেল, ছিল অভিলাষ।
ছিল, অগণন বন্ধু-স্বজনের কলরব-
প্রত্যাশা ছিল, গড়বো রঙিন ভুবন,
যেখানে বাঁচবো নিয়ে, তৃপ্ত জীবন।


সেই রাতে ছিল পূর্ণিমার ভরাচাঁদ;
কথা ছিল, আসবে সে পুকুর ঘাট!
গেঁথেছিলাম রাতভর স্বপ্নের মালা,
ফুরিয়েছিল রজনী, ডুবেছিল চাঁদ!
মাধবী বলেছিল, লতা চলে গেছে-
নদীর ওপারে ওই, শ্মশানের ঘাট!


সেই থেকেই আমি কোথাও নেই!
বয়ে বেড়াই! স্বপ্নহীন জিন্দালাশ!
বের হয়ে আসে নীরবে-চুপিসারে
বুক চিড়ে অভিযোগহীন দীর্ঘশ্বাস।