শৈশব শেষে কৈশোর আসে
বানের মত দুরন্ত,
তারুণ্য পেরিয়ে যৌবন হাসে
আদি রসে বিভ্রান্ত!


পৌষের পিঠা লাগে বড় মিঠা
ফাগুনে মন অশান্ত,
জৈষ্ঠের মধু জিভে লেগে থাকে
ভাদ্দরে প্রাণ ক্লান্ত!


পুজা-পার্বণে কত আয়োজন
সব যেন প্রাণবন্ত,
ঈদের আনন্দে মুসলিম মাতে
অবনীর পুরো প্রান্ত।


ভোটমৌসুমে বাঁধিয়াছে জোট
দেখে মনে হয় শান্ত,
বিজয়ের পরেই শুরু হয় চুরি
হয় না কখনো ক্ষান্ত!