কেউ কেউ প্রচার করে,
মুক্তিযোদ্ধারা নাকি একাত্তরে ভুল করেছে!
আবার তাদেরই কেউ কেউ দু’হাজার তেইশে এসে
এমন কারো পক্ষে ওকালতি করে-
ক’দিন না যেতেই যাদেরকে অশুভ বলে সাক্ষ্য দেয়!


অথচ, আজ তথ্য-প্রযুক্তি কতই না উন্নত;
যোগাযোগ মাধ্যম আধুনিক-সহজলভ্য।
কিন্তু, একাত্তরের চিত্র-ঠিক তার বিপরীত ছিল!
তাহলে কি করে বলো-
মুক্তিযোদ্ধারা একাত্তরে ভুল করেছিল?


মুক্তিযোদ্ধারা একাত্তরে ভুল করেনি,
কারণ, তারা দেশপ্রেমিক ছিল।
তবে, কেউ যদি তাদের দূষিত অভিপ্রায়ে ব্যবহার করে থাকে!
তাদের কাউকে কাউকে যদি ভুল পথে চালিত করে,
তবে, নিশ্চয়ই তারা নিক্ষিপ্ত হবে ইতিহাসের আস্তাকুঁড়ে।