কোমলমতি শিশুর কাছ থেকে কিছু কি শিখলাম?
আমলা, পুলিশ. মন্ত্রীর গাড়িকেও দেয়নি ওরা ছাড়!
দায়িত্বশীলরা যা পারেনি! ওরা করে দেখিয়েছে তা!
অজস্র অনিয়ম প্রকাশিত! কেমন করে পাবে পার!


এতোদিনেও এই অনিয়মগুলো কেন চোখে পড়েনি?
ওহে দেশের রাজনীতিবিদগণ! শিখে নাও রাজনীতি!
শংকা নেই! একটু কষ্ট করি আসুন, প্রিয় জনগণ;
আলোর ঝলকানি উঁকি দেয় ভুলে সব ভয়-ভীতি!


প্রিয় অনুজ! ধ্বংস নয়, শৃঙ্খলা কি! শিখিয়ে দাও!
দাবীর পক্ষে জনতাকে ঐক্যবদ্ধ করে দেখিয়ে দাও,
সততা, স্বচ্ছতার পক্ষে মানুষ এখনও সোচ্চার হয় ,
শিখিয়ে দাও, রাজনীতি জনসেবা; মিথ্যাচার নয়!


“We want justice”
“যদি তুমি ভয় পাও, তবে তুমি শেষ
যদি তুমি রুখে দাঁড়াও, তবে তুমি বাংলাদেশ।”
এই শ্লোগানেই সড়কে অভ্যুত্থান! সাবাশ বাংলাদেশ!


এ আমার সেই বাংলাদেশ! যে দেশের স্বপ্ন বুকে এঁকে
শহীদ হয়ছিল লক্ষ মুক্তি সেনা নির্মম বুলেটের ঘায়ে!
শিশু-কিশোর ছাত্ররা স্মরণ করিয়ে দিল আজ রাজপথে;
সেই বাংলাদেশ চাই, যেখানে শুদ্ধ বাতাস যাবে বয়ে।  


ব্যর্থদের তরে অশনি সংকেতের বিবর্ণ বার্তা আসে!
কিশোর বিপ্লবে সড়কে আসবে নিয়ম-শৃঙ্খলা নিশ্চয়!
সব ভুল ভেঙ্গে গেছে সকলের! জাতি আজ গর্বিত!
দেশের জঞ্জাল মুক্ত করে সব স্বপ্ন ওরা করবেই জয়।