নবীজী’র জন্মভূমি-পুণ্যভূমি বিশ্ব চরাচরে;
সেখানে চলছে খেলা, করছে আবাদ পাপ!
এম বি এস’র ভ্রান্ত খেয়াল আনলো গজব
নেমে এলো এ মাটিতে আল্লাহ্’র অভিশাপ!


“আরব নিউজ”র সংবাদে প্রকাশিত হয়েছে,
রিয়াদে আয়োজন করেছিল গানের কনসার্ট!
ষোলই জানুয়ারী, দু’হাজার বাইশ রবিবার;
সন্ধ্যা সাড়ে সাতে এসেছিল কত-শত স্মার্ট!


আহা! প্রতীক্ষার পালা শেষ না হতেই শুরু
হলো একত্রিশ কিলোমিটার গতির বালুঝড়!
সাথে ভারী বর্ষণে! জীবনের ভয়ে পালালো,
উঠলো গিয়ে যার যার, আপন-আপন ঘর!


অনেকদিন হয় ঘটেনি সেখানে এমন ঘটনা!
বাতিল করতে বাধ্য হয়েছে, হয়নি অনুষ্ঠান;
ইদানীং প্রায়শই আসছে, গজবের পর গজব!
সময়ে সতর্ক না হলে ভেঙ্গে হবে খান খান।


“সে সব জনপদের অধিবাসীদের আমি ধ্বংস করেছিলাম, যখন তারা সীমা লঙ্ঘন করেছিল। তাদের ধ্বংসের জন্য আমি স্থির করেছিলাম এক নির্দিষ্ট ক্ষণ।” (সূরাঃ কাহফ, আয়াতঃ ৫৯)।