অগোচর চাপা কান্না আর দীর্ঘশ্বাস-
ক্রমেই বদলে দিচ্ছে জীবনের অর্থ!
যদিও সবাই জানে তার রহস্য তবু
কিছু’র অপেক্ষায় সব অপেক্ষমান!
সত্যকে দীর্ঘদিন সুপ্ত রাখা যায় না;
আলো আর আলেয়া কিন্তু এক নয়।
মিথ্যার বেসাতি ম্লান করে নীতিকে!
তাহলে অমূর্ত দিয়ে বাস্তবকে কেন
বার বার হারাবার একগুঁয়ে প্রয়াস?
অবশ্যই সময়ের আবর্তনে বেড়িয়ে-
আসে জিন্দা ইতিবৃত্ত গভীর থেকে।
তখন আর প্রলাপ দিয়ে আলাপের
গতিকে রোধ করা যায় না চাতুর্যে;
তখন, সত্য উন্মোচিত হয় স্বরূপে।