সত্য অবকাশে বলেই মিথ্যা করেছে বিশ্ব গ্রাস!
তারপরও যেটুকু সত্য আছে অবজ্ঞা সহ্য করে
সেটুকুর কাছেই ধরা পড়ে যায় মিথ্যার সন্ত্রাস!
কে বলে সত্য নাই! আছে তার সঠিক স্থানেই।
সত্য আছে বলেই মিথ্যার আবরণ খুলে যায়!


মিথ্যার অস্তিত্ব যে স্বীকার করার সৎসাহস রাখে,
সেই শুধু জানে সত্য কেমন করে কোথায় থাকে।
মিথ্যার মাঝে যে ডুবে থাকে চোখ বুজে নিরন্তর
কেমন করে জানবে সে মহা সত্য কোথায় আছে!
সত্যের জয় সুনিশ্চিত; চাই অপেক্ষার কিছু প্রহর।


সত্য আছে সকল মুমিনের বিশ্বাসের ভাঁজে ভাঁজে;
যেখানে লুকোচুরি নেই, নেই ছলচাতুরী-মুনাফেকী।