বিদগ্ধ সমাজ মানব জাতির কলঙ্ক!
মানবতার তরে নির্লজ্জ উপহাস!
বিশ্বাস না হলে দেখে এসো অতীত,
টকশোতে ঘটে চরিত্রের প্রকাশ!


শিক্ষা আর বিবেক বন্ধক রেখে যারা
অনৈতিক ভাবে আখের গোছায়!
তাদের ঠিকানা যদি হয় রাজপ্রাসাদ
তবে রাজনীতি কি বার্তা দেয়?


কারা তবে অনুকরণীয় অভিভাবক?
কার কাছে জাতি হবে ঋণী?
নির্লজ্জতার শেষ কোথায়, নেই জবাব!
সেই কি আদর্শ, ভন্ড যিনি?


ইদানীং তাদেরই প্রলাপে বিভ্রান্ত জাতি,
আপামর জনতাও হতবাক!
স্বপ্নের রঙে পরাজয়ের গ্লানির ছায়া
যেন মেরুদন্ডহীন ছত্রাক!


বিস্ময়ে অবাক! দেখি দায়হীন শিক্ষক
নয় শিক্ষার্থীর অভভিাবক!
আপন স্বার্থ-পদবীর লোভে হয়ে যায়
তারা প্রভাবশালীর স্তাবক!


স্বপ্নভঙ্গের দায় নেবে কারা, কিসের অভাব!
বদলাবে কবে এই স্বভাব?
মুক্তির সিঁড়ি আর কত দূর, কোথায় সুবোধ ?
সত্যের আজ আর নেই প্রভাব!