মুক্ত মানুষ যদি ক্রীতদাস হয়!
বিকৃত হয় তাদের হৃদের সাধ!
নীতির পতনে আরণ্যকের মত-
ধিক্কৃত বলে জনতা তোলে বাঁধ!


তারপরও বলবো, মানুষই শ্রেষ্ঠ
যদিও করে ওরা অন্যের ক্ষতি!
জ্বিন-ইনসান সর্বদা পরীক্ষাধীন,
অবরুদ্ধ হবে! অনেকেরই গতি।


মানব জীবন নানা স্তরে বিভক্ত;
তবে শিরককারী পাবে না ক্ষমা,
সময়ের সাথে বদলে যায় চরিত্র-
তাই, বাড়ে কারো পুণ্যির জমা।


তবে শেষ কথা সবাই মরণশীল।
ব্যতীত একমাত্র বিশ্বজগত স্রষ্টা,
ওইপারে মুক্তি পাবে শুধুই তারা,
যারা, সত্য মানতে করবে চেষ্টা।