চোখের পলকে আরো কিছু আদম সন্তান
নিজেদের অজান্তেই হয়ে গেলো সর্বহারা!
হায়! আমরা কতটা উপায়হীন পৃথিবীতে!
চলছে পবিত্র রমাদান মাস, সামনেই ঈদ!
মুহূর্তে ছাই হয়ে গেল স্বজনের যত আশা!
হে আল্লাহ্! জীবন কেন এতটা রহস্যময়?
স্ত্রী-সন্তান, মা-বোন আজ স্বপ্নহীন! বিমর্ষ!
হায়রে ভবিষ্যৎ, কে করবে ঋণ পরিশোধ!


আগুনের লেলিহান শিখায় জ্বলছে ভূলোক!
জনগণের খোয়াব আর মানবিক মূল্যবোধ!
রুখবে কারা! যেখানে বিভ্রান্তির বেড়াজাল
ইন্ধন দিয়ে গ্রাস করে দখলীস্বত্ব, প্রমত্তায়!
তাদের পক্ষেই তো রচিত হবে বিজয়গাথা!
ওদের আশার হবে জয়, মিলবেও গ্রাহ্যতা।