অকপট উচ্চারণে সত্য উদ্ভাসিত হোক
নির্র্ভীক যোদ্ধাদের বলিষ্ঠ কলম থেকে;
সময়কে দ্বেষ নয়, শ্রদ্ধা করো অনুরাগে,
স্বপ্নের সোপান নয় ভালোবাস সত্যকে।
এড়িয়ে যেও না মজলুমদের আহাজারি;
একটু হলেও থমকে দাঁড়াও জ্ঞাত হতে-
শিরে হাতখানি রেখে প্রবোধ দাও স্নেহে,
একটু সাহস দাও বরণের প্রতিশ্রুতিতে।


নিকৃতের দুঃখকে অনুভব করো শোকে-
যতটুকু পারো, সাহায্য কর কিছু দিয়ে;
পাশে থেকে যত্ন করো স্বাভাবিক হতে,
তবেই আশ্বস্ত হবে, সত্যের পূর্তি নিয়ে।


মানবতার জয়যাত্রায় উচ্চকিত হও দ্রত,
এই হোক, সত্য ভক্তের অঙ্গীকার-ব্রত।