কবি ও কবিতা যদি, সত্যের ব্রতী হয়;
তবে তা হতে পারে সমাজের অগ্রদূত।
আর, যদি হৃদয়ের গভীরে বসত করে-
অমার্জিত-বিমূঢ়-অপ্রতিভ শক্তির উৎস!
তবে, বদলে দেয় জীবনের নন্দিত সুর।
কলমের আঁচড়ে না হলে চারুর প্রকাশ,
না হলে শুদ্ধতার জন্ম, সৌম্যের উদ্ভাস;
তবে হবে অবিরত-অশুভ কাব্য সন্ত্রাস!


আলো থেকে সরে গেলে আসবে আঁধার,
ব্যাধির মত বসবে জেঁকে হৃদয়ের উপর!
বিজিত হবে শুভ্রতা, মিটে যাবে সভ্যতা!
থাকবে শুধু চাকচিক্যময় উপরিকাঠামো!
বৈধতা বর্জিত হবে, পাবে না প্রকৃত জয়।
প্রভাবিত হতে পারে, দেশ-জাতির দর্শন!