যদি ও জানি, মৃত্যু ঘন্টা বাজে সর্বদা;
তবুও ফেলি না হাতের চাবুক-ছড়ি-ঘড়ি!
মৃত্যুদ্বার থেকে এসেও করি না তওবা!
বরং সবার মাঝে জারি করি সতর্ক বার্তা।
দম্ভভরে লিখি ইথারের প্রজ্ঞাপনপত্রে-
“সবাই নিরাপদ দূরত্ব বজায় রেখে চলো!”
অথচ, আমাদের কাহারো জানাই নেই
কোথায় বিপদ লুকিয়ে আছে কি আকারে!


উপরন্তু নিজেদের ঈমান ভাগাড়ে ফেলে
লেগে যাই চৌর্যবৃত্তি আর সম্পদ লুটপাটে!
খুন-রাহাজানি, যায় না কোনকিছু বাদ!
ইয়াজুজ-মাজুজ হয়ে করি সমাজ ছিন্নভিন্ন,
প্রতারণা মিথ্যাচার করি দাজ্জালের মত!
হায়! একবারও করি না শেকড়ের সন্ধান;
ভাবি না, মৃত্যুদূত সামনেই দন্ডায়মান!