সত্য সুন্দর সৌন্দর্যের সে জন ই জনক,
সাবলীল ধারায় গড়ে বিশুদ্ধ মূল্যবোধ,
সুশৃঙ্খল করে যে জন বিপর্যস্ত সমাজ        
সুনিপুণ ভাবে অসত্যকে করে প্রতিরোধ।


স্বাগত জানায় স্রষ্টার অস্তিত্বকে
সযতনে লালন করে সুস্বপ্ন-সুবোধ,  
সাহসের সাথে মোকাবেলা করে শোক
সর্বদা ঐক্যের পাশে থাকে, চায় না বিভেদ।


সংগ্রাম করে, দুঃখ-দারিদ্রের সাথে
সুরক্ষায় সচেষ্ট থাকে সততা-সুপথ,
সশ্রদ্ধ চিত্তে সম্মান করে নিরন্তর
সমাজ সংসারে সকলের শ্রেষ্ঠ মত।


সভ্যতার সংঘাতে কভু করে না আপোষ
সুশাসনের মূর্ত প্রতীক, অশ্লীলতায় নাখোশ।