হে আল্লাহ্,
আমরা আর কতটা অবাধ্য হলে তুমি রুষ্ট হবে!
মানবতার কত বড় শত্রু হলে সীমা লঙ্ঘন হবে!
মানুষ আর কত হত্যাকান্ড ঘটালে অপরাধী হবে!
ধর্ষক আর কত ধর্ষণ করলে ভূমি অপবিত্র হবে!


আমি জানি তুমি এঁকে দিয়েছো আমার সীমারেখা;
আমার ভ্রষ্টতা কি এখনো করেনি সে সীমা স্পর্শ!
মাতৃভূমির কত ক্ষতি করলে কেউ দেশদ্রোহী হয়!
আর কত দুর্নীতি, স্বজনপ্রীতি হলে থামবে এ হর্ষ!


তোমার অঙ্কিত সীমারেখা তো আমরা মানছি না;
তবুও তুমি নিত্য যোগাও সকলেরই মুখের আহার!
তবু কেউ বলে, তোমার বিধি নাকি পিছিয়ে দেয়!
মনটা জানতে চায়, তুমি কত শক্ত ধৈর্যের আধার!