বোকার স্বর্গে তারাই করে বসবাস!
যারা সত্যকে করে নিরন্তর অস্বীকার!
গোয়েবলস নয় আপনজনেরও শুভার্থী;
সে দেখায় সবাইকে অস্তের নিন্দিত পথ!
জীবন কিন্তু কখনো পায় না অমরত্ব;
ইতিহাস সাক্ষী দেয় শুরু থেকে শেষ।
মুমূর্ষ ক্ষণেও তাই সত্যকে করো জয়।
আমাদের কাছে কিই বা শক্তি আছে-
যা দিয়ে রুখতে পারি মৃত্যুর ভয়?


আঁতেলে ভরেছে দর্শনের কোণঠাসা মাঠ!
বিধাতাকে তুলে কাঠগড়ায় দিনরাত!
মানুষকে দেয় শয়তানের মত অশান্তির পাঠ!


অবশেষে শুরু হয় এক সময় চূড়ান্ত খেলা-
প্রস্তুতিও শেষ হয়, ভাসিয়ে দেয় রণভেলা,
বাকি আর থাকে না তখন, কমনীয় বেলা!