অযোগ্যদের-অদক্ষতার কারণেই-
ওরা খুঁজে পায় না সুখের মোহনা!
ভেবে মরি হাসবো নাকি কাঁদবো!
যতই তাদের নিয়ে তামাশা করো,
ওরা মুচকি হেসে তোমাদের ভাবে-
যুগের চমক নির্মাতা ক্ষিপ্ত উন্মাদ!
হয়তো খুঁজতে হবে, নতুন আবাস।
হাসেন মহাকৌশুলী আরশে বসে!


পাষাণ বক্ষ কেঁপে উঠে নির্মমতায়!
কিন্তু টলে না উন্মত্তের শক্ত হৃদয়!
কি এক নেশায় চায়, অতিশয় খুন!
ভ্রান্ত পামরের বন্দনায় সিদ্ধ মনন!
সত্য পদদলিত করে নির্ভীক চিত্তে!
পড়ে থাকে হুঁশহীন মিথ্যারই বৃত্তে!