উত্থান-পতনের বিশ্ব ইতিহাস মানুষ কি করে
এতো সহজে ভুলে গিয়ে অহম প্রকাশ করে!
হিংসা-বিদ্বেষ, বিভেদের বীজ বুনে চাই যদি
শান্তির সুবাতাসে দুলবে সুস্বাদু উপকারী ফল!
এ কি বাড়াবাড়ি নয়? কল্পনায় কত কিছু হয়!
তবু সবাইকে মানতে হবে, ধৈর্যই শান্তির পূর্বশর্ত!
তারপরও কথা থাকে, অন্যায় সর্বদাই অন্যায়;
সচেতন মানবগোষ্ঠী করবেন তারে নিরুৎসাহিত।
তবেই কমবে বৈষম্য, বাড়বে ভালোবাসার বন্ধন।
যদি, সুন্দরের পূজারীগণ মানে আইনের শাসন,
তবেই বাড়তে থাকে সমাজের সৌন্দর্য সারাক্ষণ।
অন্যথায়, দু’পারের জীবনই হয় কীটের মতন!
তাই আর কোন প্রলাপ নয় ভালোবেসে করি জয়,
গড়ে উঠবে প্রীতির বন্ধন সবার মাঝে বিশ্বময়।