যাকে যে লক্ষ্যে গড়েছেন মহান স্রষ্টা
চলে যদি সে তার বিপরীত!
তারপর যদি হয়ে পড়ে সে বিপদাপন্ন
স্রষ্টাকে দোষ দেয়া কি উচিৎ?


ভালো-মন্দের করেছেন সবিস্তার বর্ণন,
মন্দ পথে যেতে করেন বারণ,
তবু, যদি না করি ভালো পথে গমন-
সেখানেই রয়েছে ক্ষতির কারণ!


কতকিছু কতক্ষণে করি নীরবে কল্পনা!
সকলের অগোচরে আঁকি আল্পনা,
করি না যাচাই-বাছাই! সঠিক-বেঠিক
নিজের মত করি কতনা জল্পনা!


স্রষ্টাকে ভুলে গিয়ে হই শয়তানের দাস!
শিরকের ফাঁদে পড়ে করি বন্দনা!
ফেরেস্তার কলম চলে আল্লাহ্’র ইশারায়
পাবোনা ক্ষমা তাই বাড়বে গঞ্জনা।


দুনিয়া নয় মোটেই খেল-তামাশার মাঠ;
পরকালের মুক্তির এটা পরীক্ষাগার,
বিনাবাক্যব্যয়ে মানতে হবে তাঁর নির্দেশ-
ভূমি নয় কারো তরে গবেষনাগার।