দুখের বাসরে তুমি কে গো অনুরাগী!
হৃষ্টচিত্তে ফিরে যাও, প্রশান্তির লাগি।
যে চত্বরে স্বপ্ন নেই-নেই ভালোবাসা!
বিষাদ বাড়বে শুধু করে মিছে আশা।
এখানে শুধু যন্ত্রণা! অপবাদের গ্লানি!
ব্যাথায় ভরে যাবে প্রসন্ন জীবনখানি!
তার চেয়ে সেই ভাল জীবনের তরে;
সুখের আবাদ করো ক্লেশ জয় করে।


অতঃপর দেখে নিও ভালো কিছু স্বপ্ন,
শান্তি নিবে পিছু, রবে বিনোদনে মগ্ন।
নিজেই পারবে দিতে প্রেমের ব্যাখ্যা;
সঙ্গে দিতে পারবে ভালোবাসা শিক্ষা।
তখনই বুঝবে জীবন, কতটা অনিন্দ্য-
অন্তর হাসবে তখন মিলে যাবে ছন্দ।