বুকের মাঝে অনেক ব্যথা পুষে রেখেছি
আসবে তুমি সেই আশাতে ছন্দ এঁকেছি।
ছোট্ট করে মুচকি হেসে উড়াইলে আঁচল;
নূপূর বাজে হৃদয় জুড়ে তাইতো এসেছি।


মনময়ূরীর নৃত্য দেখে চিত্ত হারায় ক্ষণ
স্বপ্ন এসে বলছে ডেকে করো আয়োজন,
বল্গাহীন পাগলাঘোড়া, ছুটছে দিগ্বিদিক
উল্লাসে তাই নেচে হিয়া খুঁজছে মধুবন।


অন্তরালে ডাকে পিয়া চোখের ইশারায়;
হৃদয় মাঝে সুখ-আনন্দ চাইছে প্রিয়জন,
অন্তর জুড়ে হর্ষ এলেই পালায় অভিমান
আমি তখন আত্মহারা, আপ্লুত হয় মন।