হয় তো বা বেঁচে গেলাম আরেকটি
পঁচিশের মধ্যরাতের উপদ্রব থেকে!
ভাবতেও শিউরে উঠে কঠিন হৃদয়!
যদি দাবাগ্নিসম জ্বলে উঠতো নগর!
অজস্র ঝলসে যেত-খসে যেত শাঁস!
ছারখার হয়ে যেত মানুষের আবাস!
অথচ, নীরবতার চাদরে ঢেকে গেল
ভুলের অজুহাতে ভয়ানক-অপরাধ!
বিলুপ্ত হয়ে যেতো অনেকেরই স্বপ্ন!
কবরে আশ্রয় নিতো, অসংখ্য লাশ!
এবার হেরে গছে, পামরের বন্দক!
তাই, শুকরিয়া জানাই,অপ্রতিমকে।
এভাবেই রুখে দিও তুমি দুর্বিপাক।
বিশ্বজনীন-অসহায়; তুমি নিয়ামক।