দুর্বিপাকে দুঃখ হাসে, হৃদয় কাঁদে, ঝরায় চোখের জল,
আপনজন বদলে গেলে মনটা ভাঙ্গে, নামে ব্যথার ঢল!
সুখের পাখি ছাড়লে খাঁচা, আল্পনা আর হয় না আঁকা
লুকিয়ে থাকা সুপ্ত স্বপ্ন মনের মাঝে গুমড়ে মরে একা!


ভুলের ছলে সত্য ফেলে নকল নিয়ে করছি মাতামাতি
রাজবিধানে জহর ঢেলে দিনদুপুরে আনছি ডেকে রাতি!
মোহ এসে জাপটে ধরে, লোভ-লালসা করে আলিঙ্গন!
বন-বাদারে মুক্তো খুঁজি, পর করিয়া কাছের প্রিয়জন!


তার চাইতে নয়কি ভাল, নিয়ম মেনে হোক পালাবদল;
পরের জীবন করতে সহজ, রাস্তাটাকে রাখো না সচল!
সব মানুষের সুখ-দুখ যদি নিজের সাথে মিলিয়ে দেখি
থাকবে না আর মান-অভিমান, সুস্থ হবে ভয়াল আঁখি।


অনিন্দ্য তন্ত্রে এসো তাই খেলি, হার-জিতের সেই খেলা
যে খেলায় মিলবে গলে শত্রু-মিত্র, জমবে আলোর মেলা।
কালোর কলে, ছলে-বলে, গড়লে বাসর হয় নারে মধুর
মর্ত্যলোকে সত্য নিয়ে আসছে বিধান, নয় তো বেশিদূর।