এখন সবাই চায় বিচারক হতে!
নিজেদের ইচ্ছেমত চায় সাজা দিতে!
আপনাকে বড় ভাবে সবে অবনীতে
আইনের বাণী কাঁদে নীরবে নিভৃতে!
সুশাসন অধিকার, নয় অনুদান;
ইতিহাসে আছে তার অনেক প্রমাণ,
অপরাধ প্রবনতা বাড়ে কেন দেশে?
সুবিচার না থাকিলে অসহায় ফাঁসে!


যদিও খোদার লীলা বোঝা বড় ভার
তবুও মানুষ চায় ফিরে অধিকার,
ফিরে পেতে চায় মন সুখের আবাস
নিরাপদে চায় সবে বাঁচার আশ্বাস;
এ বাণীটি মেনে নিলে দেশে আসে সুখ
হৃদয়ে প্রশান্তি জাগে দেখে হাসিমুখ।