স্মৃতির পাতাগুলো মলিন হয়ে গেছে;
যদিও এখনো খোলা আছে জানালা।
কেটে গেছে কতটা প্রহর নীরবে!
অবনীটা ছোট তাই আবারো হলো দেখা!


ঝাপসা ছবিগুলো ভেসে উঠে হৃদয়ে,
কারার আঙিনায় আমার চোখের তারায়
দেখেছিলাম তোমার অবাক দৃষ্টি!
নরম-কোমল হাতে বাদামের খোসা
ছড়ানোর খস্ খস্ আওয়াজ শুনি কখনো!


কিন্তু আমি তো ছিলাম তোমার
পছন্দের তালিকার বিকল্প অপশন!
তাছাড়া তখনো বুঝিনি-
একজন যোদ্ধা, বিপ্লবীর মনে কখনো কি
প্রেম, ভালবাসা আসন গাড়ে!


অতঃপর তোমার-আমার চলার পথ
হারিয়ে গিয়েছে শূন্যতার গভীরে!
দূর থেকে শুনেছি তোমার বঞ্চনার দীর্ঘশ্বাস!
আমিও দেখেছি, উপেক্ষা, অবহেলা আর
সয়েছি বঞ্চনা, অবিচারে দহনের যন্ত্রণা!


তুমি তো দেখনি আমার প্রিযার চোখে
ব্যথার অশ্রু, শোননি তার আর্তনাদ!
জীবনের বাঁকে বাঁকে পাশে থেকে দেখেছে
দুঃস্বপ্ন, পড়েছে সে পরাজয়ের ইতিহাস!


সবশেষে নীরবে স্বপ্ন দেখি, কবিতা লিখি,
নির্জনে হৃদয় গভীরে ওপারের ছবি আঁকি।
গোধূলি বেলায় দেখি ডুবন্ত সূর্যের কান্না,
দেখি অনন্ত জীবনে ফিরে যাবার পথরেখা।