সংযম পালন করাই রোজা বা সিয়াম;
মোমিনের তরে যেটা সর্বশ্রেষ্ঠ নিয়ামত,
সিয়ামের অর্থ হলো বিরত-নিবৃত্ত থাকা
সিয়াম হলো সবার তরে ফরজ ইবাদত।


এসো ভাই মুসলমান, স্রষ্টাকে ভয় করে
মেনে যদি নিতে পারি তাঁর সব বিধান,
সিয়ামের উছিলাতে, অপরাধ ক্ষমা করে
পুরস্কৃত করবেন পরকালে দিয়ে প্রতিদান।


অন্য মাসের চেযে সত্তর গুন পুণ্যি হবে
তেলাওয়াত করি যদি কোরানের আয়াত।
এমনই প্রতিশ্রুতি দিযেছেন দয়াল রহমান
রমাদানে করি যদি উপাসনা দিবস-রাত।


যদি পড়তে নাও পারি, তবে এসো শুনি
তারাবি নামাজে শামিল হয়ে সবার সাথে,
একই সওয়াব হবে, হবে নারে কম-বেশি
এশার নামাজ শেষে প্রতিটি শুভ রজনীতে।


চলেব----