সবাই কি জানি আরবি শব্দ,‘লাইলাতুল কদর’ এর অর্থ কী?
‘লাইলাতুল কদর’ শব্দের অর্থ হলো মহিমান্বিত রজনী।
মহিমান্বিত এই রজনীর গুরুত্ব সম্পর্কে মহান আল্লাহ বলেন,
‍‍‍‍‍‍‍‍“আমি এই কুরআনকে কদরের রাতেই নাজিল করেছি।”


সূরা আল কদরের এক থেকে তিন আয়াতে আল্লাহ্ বলেন,
“এই মাস হাজার রজনী থেকেও উত্তম ও কল্যাণময়;”
কুরআনের সাথে মানুষের ভাগ্য জড়িত, এ রাত ভাগ্যরজনী।
এ রাতে চাইলেই মানুষ করতে পারে জান্নাতকে জয়।


সূরা বাকারার একশত পঁচাশি আয়াতে  আল্লাহ আরও বলেন,
“রমজান এমন এক মাস যে মাসে কুরআন নাজিল হয়েছে,”
এ রাতেই কুরআন নাজিল হয়েছে তাই রমজান শ্রেষ্ঠ মাস;
কুরআন, হাদিসের স্বাক্ষ্য দ্বারা এ রাত গুরুত্ব পেয়েছে।


নবী করিম(সাঃ) বলেছেন, “কদরের রজনীকে রমজান মাসের
শেষ দশ রজনীর বেজোড়  রাতগুলোতে বের করো খুঁজে,”
“কারণ, মহত্তম রাত্রিকে আল্লাহতা'লা রমজানের শেষ দশকের
বেজোড় রাতে গুপ্ত  রেখেছেন, বান্দা যেন কষ্টকরে নিজে।”


চলবে-------