মহান স্রষ্টা এতো স্বাধীনতা দেন নাই যে, আমরা
ইচ্ছামত সমকামিতা কিংবা পরকীয়ায় লিপ্ত হবো!
সকলের তরেই নির্ধারণ করে দিয়েছেন সীমারেখা।
কেউ মানি আর নাই মানি তাঁর কিছু যায় আসে না।
কারণ তিনি পরাক্রমশালী আদি-অনন্ত-অবিনশ্বর।
জিন ও ইনসান যতই অবাধ্য হবে তাঁর বিধানের;
বিশ্ব ততই এগিয়ে যাবে ক্রমান্বয়ে ধ্বংসের দিকে!
এমন কেউ আছে, যে রুখতে পারে তাঁর ইচ্ছাকে?


এমন কোন নিদর্শন নেই, স্বেচ্ছাচারিতা করে কেউ
বহাল আছে পৃথিবীতে হাজার বছর ধরে প্রতাপে!
কে পেরেছে কবে আপন সত্তাকে অধিশ্বর বানাতে?
প্রকৃতি পূজারী হয়ে, কে কি করেছে বলো অর্জন?
নশ্বরতা থেকে পেরেছে কি বাঁচাতে তাদের স্বজন?
প্রকৃতিও থাকেনি অটল স্রষ্টার আদেশ করে বর্জন।